দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২১
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৬:৪৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন।

শনিবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ আরআরএফ পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. শাকিল মারা যান। গুরুতর আহতাবস্থায় মো. শফিউলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মো. শাকিল লালাবাজারের মো. সাইফুরের ছেলে। আহত মো. শফিউল (২৫) লালাবাজার ঈদগাহ মাঠের মো. সোবহানের ছেলে।

বিএ-০৪