সিলেটে মধুবন-মিতালি ও রাজা ম্যানশন ১০ দিন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২১
০৭:৩৬ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৭:৫৭ অপরাহ্ন



সিলেটে মধুবন-মিতালি ও রাজা ম্যানশন ১০ দিন বন্ধের নির্দেশ

ভূমিকম্পের জন্য ঝুঁকিপ্রবণ তিনটি মার্কেটের ভবন ১০ দিনের জন্য বন্ধের  নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। আজ রবিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে এই নির্দেশ দেওয়া হয়।

বন্ধের নির্দেশ দেওয়া তিন মার্কেট হলো, নগরের বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেট, জিন্দাবাজার এলাকার মিতালি ম্যানশন ও রাজা ম্যানশন। আগামী ১০ দিনের জন্য এই তিন মার্কেট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভূমিকম্পের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা সিলেট। গতকাল শনিবার টানা কয়েক দফার ভূমিকম্পে বড় ভূমিকম্পের শঙ্কা তৈরি হয়েছে। তাই নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই কয়েকটা দিন আমাদেরকে সতর্ক থাকতে হবে।

অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরসি-০৭