ওসমানীনগর প্রতিনিধি
মে ৩০, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে তিনটি পাকা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ মে) দুপুরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান পৃথকভাবে এ সংস্কার কাজের উদ্বোধন করেন।
রাস্তাগুলো হচ্ছে উপজেলার জনগুরুত্বপূর্ণ কাগজপুর-হাজীপুর রাস্তা, তাজপুর-সুরতপুর রাস্তা ও নাজির বাজার-খন্দকার বাজার রাস্তা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইউডি/আরআর-০২