ওসমানীনগর প্রতিনিধি
মে ৩০, ২০২১
১১:১৭ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২১
১১:১৭ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের খাশিপাড়া নিবাসী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ মে) সকালে তার নিজ বাড়িতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আবুল কালাম বার্ধক্যজনিত কারণে শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে মারা যান। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুম আবুল কালাম তাজপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি সুহেল আহমদের পিতা ও ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদের শ্বশুর।
ইউডি/আরআর-০৪