ওসমানীনগর প্রতিনিধি
মে ৩০, ২০২১
১১:২৯ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২১
১১:২৯ অপরাহ্ন
করোনা সংকটসহ বিভিন্ন কারণে দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানসহ বিভিন্ন সহায়তা প্রদানের লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে ব্র্যাকের উদ্যোগে মাইগ্রেশন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩০ মে) দুপুরে উপজেলার তাজপুরস্থ ব্র্যাক মিলনায়তনে ফোরাম কমিটি গঠনের লক্ষ্যে ফিল্ড অর্গানাইজার রাজীব সূত্রধরের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম।
পরে সাংবাদিক উজ্জ্বল ধরকে সভাপতি, সমাজসেবক আব্দুস ছালিককে সহ-সভাপতি ও সংবাদকর্মী বিকাশ সূত্রধরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে থাকা অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম (শিক্ষক), তথ্য ও প্রচার সম্পাদক মো. আব্দুল রহিম (জনপ্রতিনিধি), সদস্য হাবিবুর রহমান (ব্যবসায়ী), মো. দিলোয়ার (ব্যবসায়ী), মো. ছালেহ খান (বিদেশফেরত), সাবানা বেগম (জনপ্রতিনিধি), টিপু চৌধুরী (সমাজকর্মী), শরিফ আহমেদ (ব্যবসায়ী), রনধীর সূত্রধর (ব্যবসায়ী), অজয় চক্রবর্তী (পোস্টম্যান), শিউলি বেগম (বিদেশ ফেরত) ও রফিকুল ইসলাম (পর্যবেক্ষক সদস্য, ব্র্যাক প্রতিনিধি)।
মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম জানান, শ্রম ভিসা নিয়ে যারা প্রবাসে ছিলেন কিন্তু করোনা সংকটসহ বিভিন্ন কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে অভাব-অনটনের মধ্যে রয়েছেন, তাদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের আওতায় একজন ক্ষতিগ্রস্ত প্রবাসী ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। পাশাপাশি দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিতেও ব্র্যাক সহায়তা করবে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাঠ পর্যায়ের কর্মীরা এই ফোরাম কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ সম্পাদন করবেন।
ইউডি/আরআর-০৬