জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

সিলেট মিরর ডেস্ক


মে ৩১, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন



জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বাদ জোহর জজ কোর্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ফোরামের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রকিব, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ফোরামের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, অ্যাডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট মহসিন আহমদ চৌধুরী দুলাল, অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট সালমান উদ্দিন, অ্যাডভোকেট খালেদ আহমদ জুবায়ের, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট সোহেল মিয়া, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট মুহিদুল হক, অ্যাডভোকেট মজনুর রহমান, অ্যাডভোকেট ফাহিম আহমদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আখতার খান প্রমুখ ।

বিএ-০৮