সিরাজুল জব্বারের মৃত্যুবার্ষিকীতে গোলাপগঞ্জ পৌর আ'লীগের দোয়া মাহফিল

সিলেট মিরর ডেস্ক


মে ৩১, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



সিরাজুল জব্বারের মৃত্যুবার্ষিকীতে গোলাপগঞ্জ পৌর আ'লীগের দোয়া মাহফিল

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্র‍য়াত মেয়র, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল জব্বার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিববার (৩০ মে) বাদ মাগরিব গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে গোলাপগঞ্জ কদমতলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাদেক আহমদ, বাহরাইন আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাছুম, ইমরুল হানিফ, আব্দুল মুকিত, পারভেজ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ সাইদুর রহমান দুলাল, আবু সুফিয়ান আজম, মো. সাঈদ আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আসমান আলী, আওলাদ আলী, আফজাল হোসেন আক্তার, উপজেলা যুবলীগ নেতা রুহুল ইসলাম, শামিম আহমদ, সুহেল আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আপন ইকবাল তানভীর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পৌর শাখার সাধারণ সম্পাদক সাজন আহমদ প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম সিরাজুল জব্বার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম।

এফএম/বিএ-১৩