যিনি জরিমানা করেন, তিনিও পরেননি মাস্ক!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ৩১, ২০২১
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০৯:০৩ অপরাহ্ন



যিনি জরিমানা করেন, তিনিও পরেননি মাস্ক!

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া (বাম থেকে তৃতীয়)।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কোম্পানীগঞ্জ উপজেলায় শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। 

গতকাল রবিবার (৩০ মে) বিকেলে ভোলাগঞ্জ উদয়ন ক্লাব ফুটবল মাঠে তেলিখাল ইউনিয়ন বনাম উত্তর রনিখাই ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। কোম্পানীগঞ্জে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে তেলিখাল ইউনিয়ন ফুটবল দল।

এর আগে গত শনিবার সকাল ১০টায় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ফুটবল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। খেলার আয়োজক থেকে শুরু করে বেশিরভাগ অতিথি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উপস্থিত হয়েছিলেন উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই স্বাস্থ্যবিধি অমান্য করে পরেননি মাস্ক। তাদের মধ্যে উল্লেখযোগ্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া। মাস্কবিহীন শত শত মানুষের পাশে অবস্থা করা তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মাস্ক না পরায় যিনি মানুষকে জরিমানা করেন, তিনি নিজেই মাস্ক না পরায় হচ্ছেন সমালোচনায় বিদ্ধ।

উপস্থিত শত শত দর্শকের মাঝে মাস্ক ছাড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ছবি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, কোম্পানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন বাজারে মাস্ক না পরার দায়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করেছেন। কিন্তু আজ তিনি শত শত মানুষের মাঝে উপস্থিত হয়েছেন মাস্ক ছাড়া। এমনকি খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন মাস্ক ছাড়াই। তাকে জরিমানা করবে কে? এদেশের আইন কি শুধুমাত্র গরিবদের জন্য?

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলাকালীন হাজারো ক্রীড়ামোদী দর্শকের সামনে অতিথিরা মুখে মাস্ক ব্যবহার না করে এবং সামাজিক দূরত্ব না মেনে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপস্থিত সচেতন নাগরিকরা বলছেন, মাস্ক ব্যবহার না করার কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাধারণ মানুষকে জরিমানা করলেও তিনি নিজে স্বাস্থ্যবিধি মানছেন না কেন?

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া বলেন, মাস্ক ছাড়া আমি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এই কথাটি মিথ্যা। আমি মাস্ক পরেই গিয়েছিলাম। কোনো কারণে মুখ থেকে মাস্ক খুলেছিলাম। এই সুযোগে কেউ হয়তো ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে নিজে ভাইরাল হতে চাইছে। উপস্থিত অনেকেই তো মাস্ক পরেনি। তাদেরকে নিয়ে তো কেউ আলোচনা করছে না। আমার বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে একটি মহল।

প্রতিযোগিতার উদ্বোধন ও ফাইনাল ম্যাচে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সিলেটের ডাক পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমানসহ বিভিন্ন ক্লাবের ক্রীড়া সংগঠক ও শত শত দর্শক। উপস্থিতদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন।


এমকে/আরআর-০১