সিলেটের মণিপুরিপাড়ায় পুকুরের পাড় ধস, ঝুঁকিতে তিনতলা ভবন

নিজস্ব প্রতিবেদক


মে ৩১, ২০২১
১১:৪০ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
১১:৪০ অপরাহ্ন



সিলেটের মণিপুরিপাড়ায় পুকুরের পাড় ধস, ঝুঁকিতে তিনতলা ভবন

সিলেট নগরের আম্বরখানা মনিপুরিপাড়ার পুকুর পাড়ের একাংশ ধসে পড়েছে। এতে করে ঝুঁকিতে পড়েছে পুকরে পাড়ের কাছাকাছি থাকা একটি তিনতলা ভবন।

আজ সোমবার (৩১ মে) বেলা আড়াইটার দিকে হঠাৎ করে এই পাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। 

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাড় ধসের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। শনিবারের ভূমিকম্পের কারণে এটি হয়ে থাকতে পারে বলে অনেকে মন্তব্য করেন। পাড় ধসের পর স্থানীয়রা বাশ দিয়ে পাড় রক্ষায় বাঁধ দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। 

তিন তলা ভবনের মালিক রঞ্জন কুমার সিংহ রাজিব সিলেট মিররকে বলেন, ‘দুপুরে বৃষ্টির পর হঠাৎ করেই পুকুরের পাড়ের একাংশ ধসে যায়।’ কেন হয়েছে বুঝতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই তো এপাশটা এরকম আছে। বিগত ভূমিকম্পের কারণে এটা হয়েছে কিনা বুঝতে পারছি না। কারণ আগেও কত ঝড়-বৃষ্টি হয়েছে। কিন্তু পুকুর পাড় কখনও ধসেনি। 

এ বিষয়ে জানতে স্থানীয় বাসিন্দা ও সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 


এএফ/০১