ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন



ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা

ফাইজারের এক লাখ ৬০২ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। সোমবার (৩১ মে) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছায়। এরপর টিকাগুলো নিয়ে যাওয়া হয় ঢাকার মহাখালীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিমাগারে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাত ১১টা ১৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।’

বিমানবন্দর সূত্র জানায়, এমিরেটস’র ফ্লাইটটি বেলজিয়াম থেকে দুবাই হয়ে ঢাকায় এসেছে।

উল্লেখ্য, দরিদ্র দেশগুলোর টিকা পাওয়া নিশ্চিত করতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে।

প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

আরসি-০৫