সিলেট মিরর ডেস্ক
জুন ০১, ২০২১
০৬:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২১
০৬:৩৩ অপরাহ্ন
সম্প্রতি সিলেট অঞ্চলে হওয়া ঘন ঘন ভূমিকম্প ইস্যু নিয়ে জরুরি সভায় বসছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি। মঙ্গলবার (১ জুন) বিকেল ৩টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
সভা শেষে আজ ব্রিফিং হবে না। তবে পরবর্তীতে সভার ব্রিফিং নিয়ে সাংবাদিকদের জানানো হবে।
এর আগে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
গত শনিবার সিলেটে পরপর পাঁচ বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। ওইদিন দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়। এরপরের দিন রোববার আবারও ভূমিকম্প অনুভূত হয়।
বি এন-০১