পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২১
০৭:৫৪ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
১২:২০ পূর্বাহ্ন



পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে ছিনতাকারী। সোমবার (৩১ মে) সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় রাজধানীর বিজয় সরণি থেকে  মন্ত্রীর ফোন ছিনতাই হয় বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

তিনি জানান, মন্ত্রীর পিএস ছিনতাইয়ে ঘটনায় মামলা করেছেন।

ওসি সেলিমুজ্জামান বলেন, মন্ত্রী মহোদয় অফিস শেষে বিজয় স্মরণী হয়ে ফিরছিলেন। বিজয় স্মরণীতে মন্ত্রীর গাড়ি বহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

বিএ-০২