গোলাপগঞ্জে প্রতিবন্ধী যুব ও যুব নারীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন



গোলাপগঞ্জে প্রতিবন্ধী যুব ও যুব নারীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ও সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) সহযোগিতায় সপ্তাহব্যাপি প্রতিবন্ধী যুব ও যুবনারীদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন ) সকাল ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রনধির দেব নাথ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সদস্য ফারহান মাসউদ আফছর, সিএসআইডির প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটিটর মোহাম্মদ নুরু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ জুনায়েদ আহমেদ। সাতদিন ব্যাপি প্রশিক্ষণে ২৫ জন প্রতিবন্ধী যুব ও যুব নারী  অংশ গ্রহণ করছেন।

এফ এম/বি এন-০৭