ওসমানীর ল্যাবে একদিনের ব্যবধানে শনাক্ত প্রায় ১১ গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন



ওসমানীর ল্যাবে একদিনের ব্যবধানে শনাক্ত প্রায় ১১ গুণ বেশি

সিলেট জেলায় আরও ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। যা গতকালের চেয়ে প্রায় ১১ গুণ বেশি। গতকাল সোমবার (৩১ মে) একই ল্যাবে শনাক্ত হয়েছিলেন ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। 

হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে ৫২ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’

শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জ ৩ জন এবং মৌলভীবাজার জেলার এক জন রয়েছেন। 

বিএ-০৯