নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
০৬:১৫ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতির এক বছর অতিক্রান্ত হয়েছে। এসময়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা এখনও কাটিয়ে উঠতে পারেননি সিলেটের ব্যবসায়ীরা। এবারের বাজেটে তাই গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে পরিস্থিতি বিবেচনায় প্রণয়ন করা উচিত বলে মনে করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী।
বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী এই নেতা সিলেট মিরর-এর সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো, অফিসিয়াল জটিলতা হ্রাসকরণের ওপর অধিক গুরুত্বের জোর দেন তিনি।
সিলেট মেট্রোপলিটন চেম্বার সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, ‘ভ্যাট ট্যাক্স কমানো জরুরি। ভ্যাটের ক্যাটাগরি অনুযায়ী যতটা সম্ভব কমাতে হবে। তা না হলে জিনিসপত্রের দাম কমবে না। খাদ্যজাত দ্রব্য আমদানির ক্ষেত্রে অফিসিয়াল হয়রানি বা জটিলতা কমানো দরকার।’
তিনি আরও বলেন, ‘এসবের পাশাপাশি ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার কমানো, সুদ মওকুফ করা দরকার। এ ধরণের প্রস্তাব আমরা চেম্বার থেকেও পাঠিয়েছি।’
খাদ্য নিরাপত্তার বিষয়টিতেও জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ধান বা শস্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে দ্রুত ফসল তুলতে কৃষককে যান্ত্রিক সহযোগিতা দেওয়া যেতে পারে। আর যদি কোনো কারণে কৃষকের ফসল নষ্ট হয় তাহলে তার ঋণ মওকুফ করে হলেও তাকে বাঁচিয়ে রাখতে হবে।’
আরসি-০১