যেমন বাজেট চাই-৩

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২১
০৭:০৭ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৭:০৭ অপরাহ্ন



যেমন বাজেট চাই-৩
  • প্রযুক্তিভিত্তিক ব্যবসাকে বেশি গুরুত্ব দেওয়া
  • পর্যটন খাতে অধিক গুরুত্ব

করোনা পরিস্থিতির এক বছর অতিক্রান্ত হয়েছে। করোনাকালিন সময়ে অনলাইন ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিলেটের অনেকে অনলাইন ব্যবসা শুরু করে নিজেদের ভাগ্য বদলেছেন। এবারের বাজেটে তাই প্রযুক্তিভিত্তিক ব্যবসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল।

বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী এই নেতা কথা বলেছেন সিলেট মিরর-এর সঙ্গে। সেখানে তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যে তথ্যপ্রযুক্তির সমন্বয় করানো ও পর্যটন খাতে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টসের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল বলেন, ‘করোনা আমাদের কিছু ক্ষেত্রে চোখ খুলে দিয়েছে। তাই ব্যবসা-বাণিজ্যে যতটা সম্ভব অনলাইন বা তথ্যপ্রযুক্তির সমন্বয় করাটা হবে দূরদর্শী পদক্ষেপ। বিশেষ করে প্রযুক্তি নির্ভর ব্যবসায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং তাদের আর্থিক প্রণোদনা এ বাজেটে রাখা দরকার।’

এবারের বাজেটে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘পর্যটন হলো এমন একটি খাত যার উন্নয়ন হলে সঙ্গে অন্য দশ-বারোটি ব্যবসারও উন্নতি হবে। তাই এ খাতে বাজেটে আরো গুরুত্ব দেওয়া উচিত।’

আশ্বাস নয় বাস্তবিক পদক্ষেপ চান জানিয়ে তিনি বলেন, ‘সরকার বলে পর্যটন খাতে প্রণোদনা দিচ্ছে। কিন্তু ব্যাংকে গেলে আলাদা কোনো সুবিধা মিলে না। নিয়মিত ঋণের যে পদ্ধতি সেভাবেই বন্ধক দিতে হয় ঋণ নিতে হলে। তাহলে এটা প্রণোদনা হয় কিভাবে। হ্যাঁ, ব্যাংকগুলো বড়জোর ব্যবসার এক-তৃতীয়াংশ ভ্যালু ধরে ঋণ দিতে পারে। এতেও অনেক উপকার হয় এই খাতের।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি বছরই বাজেটে নানা খাতে বরাদ্দ থাকে। কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে কাজে লাগানো হয় না।’ 

আরসি-০৫