সিলেট মিরর ডেস্ক
জুন ০২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৯৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও এক হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৮১ শতাংশ।
এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন আট লাখ ৪ হাজার ২৮৩ জন। এই সময়ে ৩৪ জনের মৃত্যুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জন।
গত একদিনে আরও ১ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
বি এন-১১