নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন
সিলেট নগরে সিটি করপোরেশনের যানবাহন ভাঙচুর ও কর্মচারিদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, জেলা সমন্বয়ক আবু জাফর ও জুবায়ের আহমদ চৌধুরী সুমনসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজহারে বাদী উল্লেখ করেন, উল্লেখিত তিন জনের নেতৃত্বে অজ্ঞাত ২০০/৩০০ জন লোক ব্যাটারি চালিত অবৈধ রিকশা চলাচল রোধে নিয়মিত অভিযানের প্রতিবাদে মিছিল সহকারে বুধবার বেলা আড়াউটায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে ইট পাটকেল নিয়ে জড়ো হয়। এসময় তিনি মানুষের চেচামেচি শুনে নিচে এলে হামলা চালায়। এলোপাতাড়িভাবে ইটপাটকেল ছোঁড়া ও লাঠিপেটা শুরু করে। এতে করে সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার। এছাড়া সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখার কর্মচারি আব্দুল মন্নান, লাইসেন্স শাখার কর্মচারি আব্দুল মুমিন ও মাজেদুল ইসলামসহ আরও কয়েকজন কর্মচারি আহত হন।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে মামলার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরসি-০১