ট্রেনের ২৫ শতাংশ টিকিট বিক্রি হবে কাউন্টারে

সিলেট মিরর ডেস্ক


জুন ০৩, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন



ট্রেনের ২৫ শতাংশ টিকিট বিক্রি হবে কাউন্টারে

ট্রেনের টিকিটের ২৫ শতাংশ কাউন্টারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল শুক্রবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল কাউন্টারে ৮ জুনের টিকিট পাওয়া যাবে। গতকাল রেলওয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে আন্তঃনগর ট্রেনগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করছে।

এত দিন অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আগামীকাল সকাল ৮টা থেকে ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে রেলওয়ে।

বি এন-০৪