দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ১৬৮৭

সিলেট মিরর ডেস্ক


জুন ০৩, ২০২১
০৮:১১ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৮:১১ অপরাহ্ন



দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ১৬৮৭

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৪ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৮ লাখ ৫ হাজার ৯৮০ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। এরমধ‌্যে সরকারি হাসপাতালে ২৪ জন, বেসরকারি হাসপাতালে ৪ জন ও বাসায় ২ জন মারা গেছেন।

বি এন-০৭