বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত কর বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ

সিলেট মিরর ডেস্ক


জুন ০৫, ২০২১
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত কর বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'নো ভ্যাট অন এডুকেশন’।  আজ শনিবার (৫ জুন) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ 

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নোট ভেট অন এডুকেশন সিলেটের সংগঠক নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া হোসাইন বিতস্তা, রাফিদ চৌধুরী ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব। এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন মদন মোহন কলেজের শিক্ষার্থী নাবিল হোসেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, '২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কি আলু পটলের দোকান যে কর দিতে হবে? যদিও সরকার বলছে এই কর দেবে প্রতিষ্ঠানের ট্রাস্টি বা মালিক পক্ষ কিন্তু আমরা তো জানি দিন শেষে এই আরোপিত করের টাকা ছাত্রদের কাছ থেকেই আদায় করা হবে। তাই আমরা দাবি জানাই কর আরোপের প্রস্তাবনা বাতিল করা হোক। '

বক্তারা আরও বলেন, ২০১৫ সালেও বাজটে ৭.৫% ভ্যাটের প্রস্তাব করা হলে আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে সে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করেছিলাম। এবারো আমরা ঐক্যবদ্ধভাবে ১৫% কর প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করব।'

আরসি-১৩