সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন



সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

সিলেটে ২ সপ্তাহব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সকালে নগরে শেখঘাট সুখের হাসি ক্লিনিকে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুখের হাসি ক্লিনিকের চেয়ারম্যান মো. হাসান মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, নগরেতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ (০৫ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী ৬১ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নগর কর্তৃপক্ষ জানায়- ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ২৪৭টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ০৬ থেকে ১১ মাস বয়সী ৬৩৯৬ শিশু ও ১২ মাস থেকে ৫৫১০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

রোগমুক্ত বাংলাদেশ গড়তে ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী কোন শিশু যেন ভিটামিন-এ প্লাস থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বিএ-০৩