সিলেট মিরর ডেস্ক
জুন ০৬, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন
সিলেটসহ সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাত। গত ২৪ ঘণ্টায় বিভাগের হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রপাতে দেশের ছয় জেলায় ৯ কৃষকের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে নরসিংদীতে ২, শরীয়তপুরে ২, ঢাকায় ১, মাদারীপুরে ১, হবিগঞ্জে ১ জামালপুরে ১ ও ভোলায় একজন।
হবিগঞ্জ জেলার বাহুবলে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু কৃষক উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আজিজুল্লাহর ছেলে।
রাজধানীর মালিবাগে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পেছনে সোনামিয়ার গলিতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এরা হলেন- আব্দুল হক (৬৫), সাবিনা ওরফে পাখি (১০) ও ঝুমা (১২)। তবে বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি। যদিও সাবিনার মা জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে।
ঢাকা জেলার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। শনিবার সকাল ৭টার দিকে বজ্রপাতে মারা যান ওই কৃষক। খালেক উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশুরিয়া এলাকার বাবু ব্যাপারীর ছেলে।
আরসি-০১