ইতিহাসের কালজয়ী নেতা ছিলেন জিয়াউর রহমান: নাসিম

সিলেট মিরর ডেস্ক


জুন ০৬, ২০২১
০৬:২২ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২১
০৬:২২ অপরাহ্ন



ইতিহাসের কালজয়ী নেতা ছিলেন জিয়াউর রহমান: নাসিম

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের কালজয়ী নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন। জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

এসময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কালজয়ী নেতা ছিলেন। তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং স্বল্প সময়ে দেশকে অনেক এগিয়ে নিয়েছিলেন, কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে। 

সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি আব্দুর রহিম, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, মোহাম্মদ আলী লাহীন, মহানগর যুবদলের সদস্য মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, নূর ইসলাম নুরুল, শামীম আলী, আব্দুল্লাহ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সাইফুর রহমান, মো. মোশাররফ রহমান, আমির হোসেন, ময়নুল হক স্বাধীন, সাকিল খাঁন, আব্দুজ জব্বার মদই, রুম্মান আহমদ, মাহিদুল ইসলাম শাহীন, মোশাররফ আহমদ, মহসিন রাজা, মরম আলী, মনির উদ্দিন বাবুল, রেজওয়ান আহমদ, মুহিত হাসান, আব্দুল নুর, শাহজাহান মিয়া, সাজু গাজী, আব্দুর রহিম, বাবুল আহমদ, উসমান গনি কাছন, শফিক আহমদ, পলাশ আহমদ, শামীম আহমদ, আরিফ আহমদ, ইকবাল আহমদ, রুম্মান আহমদ, সাহাবুদ্দিন, আব্দুল মন্নান, শহীদ নুর প্রমুখ।

আরসি-১১