সিলেটে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু নিয়ে ধোয়াশা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৭, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২১
১০:১৭ অপরাহ্ন



সিলেটে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু নিয়ে ধোয়াশা

সিলেট নগরে পাঁচ তলা ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যু নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা নাকি দুর্ঘটনা-সে বিষয়ে এখনও নয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক তরুণ ও তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

আজ সোমবার (৭ জুন) সকালে সিলেট নগরের কাজিটুলা উচাসড়ক এলাকার চৌধুরী ভিলার পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে নাজিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাজিম সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

নাজিমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাজিমের বাবাকে কাজিটুলা থেকে ফোন করে জানানো হয়, নাজিম পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে নাজিমের পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।

এর আগে রবিবার রাতে কে বা কারা নাজিমকে ফোন করে কাজিটুলায় নিয়ে আসে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা বলেন, ‘রাতে নাজিম বাড়ি ফেরেনি, তার ফোনও বন্ধ ছিল।’

জানা গেছে, খালাতো ভাই-বোন পরিচয় দিয়ে এক ছেলে ও এক মেয়ের সঙ্গে উচাসড়কের চৌধুরী ভিলা নামক ৫ তলা ফ্ল্যাট ভাড়া নেন নাজিম। সেখানে তিনি প্রায়ই রাতে থাকতেন। মৃত্যুর পর তার শয়নকক্ষ থেকে নানা ধরণের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই ছেলে ও মেয়ে তার খালাতো ভাই-বোনও নন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এতে নাজিমের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘণীভূত হয়েছে। পুলিশ এই কথিত খালাতো ভাই-বোন ও বাসার অন্যান্য লোকদের জিজ্ঞাসাবাদ করছে।

নাজিমের চাচা আলাউদ্দিন বলেন, ‘এই বাসা যে আমার ভাতিজা ভাড়া নিয়েছে তা আমরা জানতাম না। নাজিম বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। বিবাহিত জীবনে সে অসুখী ছিল না। কী কারণে আমার ভাতিজাকে মৃত্যুবরণ করতে হলো তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ওই তরুণ পাঁচ তলা থেকে পড়ার আলামত পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়।’ নিজামের শয়নকক্ষ থেকে ইয়াবা, বিপুল পরিমাণ ফয়েল পেপারসহ মাদক সেবনের সরঞ্জামাদি পুলিশ উদ্ধার করেছে বলে তিনি জানান।


এএফ/০৫