চুরির গরু কসাইখানায় বিক্রি, গ্রেপ্তার ১

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ০৭, ২০২১
১০:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২১
১০:২৮ অপরাহ্ন



চুরির গরু কসাইখানায় বিক্রি, গ্রেপ্তার ১

সিলেটের বিয়ানীবাজারে চুরি করা গরু জবাই করে কসাইখানায় বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো উপজেলাজুড়ে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানার পুলিশ। জড়িত অপর আসামিরা পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত রুহেল আহমদকে (৩৫) সোমবার (৭ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর গ্রামের গোয়ালঘর থেকে গত শুক্রবার (৪ জুন) এক সঙ্গে ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক জিবান আহমদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে খোঁজাখুজি শুরু করেন। গতকাল রবিবার (৬ জুন) দুপুরে তিনি পৌরশহরের কিচেন মার্কেটস্থ কসাইখানায় গিয়ে চুরি হওয়া একটি গরুর পা, মাথা ও রশি শনাক্ত করেন। এরপর বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে গা ঢাকা দেন কসাইখানার মালিক সুমন।

এ ঘটনায় রাতে জিবান আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি রুহেল আহমদ চুরি করা গরু জবাই করে মাংস বিক্রি করছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। মামলার অপর আসামি জকিগঞ্জের (বর্তমানে বিয়ানীবাজার পৌরশহরের মুফচ্ছিল মার্কেটের ব্যবসায়ী) কসাই সুমন (৩৬) ও একই এলাকার শাহগলি কোনাগ্রামের হবি আলীর ছেলে তাজ উদ্দিন (৩৯) পলাতক আছেন। গরু চোরদের গ্রেপ্তারের খবরে থানায় ভুক্তভোগী মানুষের ভিড় লেগে যায়।

চুরি হওয়া গরুর মালিক জিবান আহমেদ বলেন, গত শুক্রবার রাতে আমার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর গরু পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রবিবার হঠাৎ পৌরসভার কিচেন মার্কেটে গিয়ে আমার গরুর পায়ের খুঁড়, মাথা ও রশি দেখে শনাক্ত করি আমার গরু জবাই করে বিক্রি করা হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রুহেলকে গ্রেপ্তার করে। 

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্থানীয়ভাবে চুরি হওয়া গরুর বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এসএ/আরআর-০২