নিজস্ব প্রতিবেদক
জুন ০৭, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২১
১১:১৭ অপরাহ্ন
সিলেটে এক মিনিটের ব্যবধানে দু দফা ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফা এবং এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম সিলেট মিররকে জানান, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তরপূর্বে।’ তিনি জানান, ‘ভূমিকম্পের অবস্থান ছিল ২৪ দশমিক ৮১ অক্ষাংশে এবং ৯১ দশমিক ৮৫ দ্রাঘিমাংশে।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বেলা ১টা ৫৮ মিনিটের মধ্যে অন্তত সাত বার ভূ-কম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবারও ভূমিকম্প হয়। যার সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেটের আশেপাশে।
২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞের অনেকের মতে, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরণের ভূমিকম্পের শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ।
এ ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা ৭ থেকে ১০ দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। তাদের সতর্ক বার্তার নয় দিনের মাথায় আজ আবার ভূমিকম্প অনুভূত হলো।
আরসি/এনএইচ/এএফ-০৬