নিজস্ব প্রতিবেদক
জুন ০৮, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন
সিলেট নগরে আজ সোমবার সন্ধ্যায় এক মিনিটের মধ্যে দুই দফা ভূমিকম্পের পর নগর জুড়ে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় নগরের বিভিন্ন বাসা-বাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বের আসেন অনেকে। তবে ভূমিকম্প থামলেও দীর্ঘক্ষণ তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফা ও ৬ টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয় সিলেট। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। এর আগে গত ২৯ মে পরপর সাত দফায় ভূমিকম্প অনুভূত হয়। এদিন সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বেলা ১টা ৫৮ মিনিটের মধ্যে সাত দফা ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৩০ মে ভোররাত সাড়ে ৪টায় আরেক একদফা ভূমিকম্প হয়।
এত ঘন ঘন ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের শঙ্কার কথা বলেছিলেন। পাশাপাশি পরবর্তী ৭ থেকে ১০ দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। তাদের সতর্কবার্তার ৯ দিনের মাথায় আবারও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে সন্ধ্যায় ভূমিকম্প হওয়ায় কর্মব্যস্ত নগরবাসী সড়কে নেমে আসেন। এ সময় তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। ভূমিকম্প থেমে যাওয়ার পরও তাদের সড়কে দাঁড়িয়ে থাকতে যায়। এমন কয়েজনের সঙ্গে কথা বলে জানা যায়, আবারও ভূমিকম্প হওয়ার আশঙ্কা থেকেই তারা সড়কে দাঁড়িয়ে আছেন।
নগরের চৌহাট্টা এলাকায় শওকত আলী সিলেট মিররকে বলেন, ‘ভূমিকম্পের তীব্রতা খুব বেশি মনে হয়েছে। ভয়ে আবার ভবনে উঠতে পারছি না।’
আবহাওয়া অফিসের ভূমিকম্প কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, ‘এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে। মাত্রা ছিল ৩ দশমিক ৮।’
এদিকে গত ২৯ ও ৩০ মে ৫ দফা ভূমিকম্পের পর নড়েচড়ে বসে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ। ১০ দিনের জন্য ঝুঁকিপূর্ণ ৬ মার্কেট বন্ধ করে দেওয়া হয়।
এনএইচ-০২/এএফ-০৭