সিলেটের রাজা স্কুলের ভবনে বড় ধরণের ফাটল

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২১
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন



সিলেটের রাজা স্কুলের ভবনে বড় ধরণের ফাটল

সিলেটে এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে নগরের রাজা জি.সি স্কুলের ভবনে বড় ধরণের ফাটল ধরেছে। একইসঙ্গে ভবনের দক্ষিণপাশের বেশকিছু অংশ দেবে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তাই পাঠদান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

ভবন ফাটলের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত।

তিনি বলেন, নতুন ভবনের পুরোটাই চারদিকেই ফাটল ধরেছে। এছাড়া ভবনের দক্ষিণ পাশের বেশ কিছু অংশ দেবে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করেছি। 

২০০৭ সালে নির্মিত স্কুলের এই ভবনটির কয়েকটি কক্ষে ও ছাদে ফাটল ধরেছে। এমনকি বিজ্ঞানাগারেও ফাটল দেখা দেয়। এছাড়া ২০১৭-১৮ সালে ভবনের উপর তলার কাজ শেষ হয়। ভবন নির্মাণের ১৪ বছরের মাথায় ভবন ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 

তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবন এমনিতেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে তাই আমরা নতুন ভবনে শিক্ষার্থীদের পাঠদান দিতাম। কিন্তু ভূমিকম্পের কারণে বিদ্যালয়ের নতুন ভবনের ফাটল আমাদের ভাবিয়ে তুলেছে। বিদ্যালয় খুললে তাই শিক্ষার্থীদের পাঠদান করানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের ভবন ও সামনে মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ বলে ধারণা করছেন মেয়র। 

আরসি-১০