সিলেটের তিন উপজেলায় নির্মিত হচ্ছে ধানের সাইলো

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২১
১০:৫২ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
১১:০১ অপরাহ্ন



সিলেটের তিন উপজেলায় নির্মিত হচ্ছে ধানের সাইলো

সিলেট বিভাগের তিন উপজেলায় আধুনিক সুবিধা সম্পন্ন ধানের সাইলো নির্মাণ করা হবে। ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ সিলেটের কানাইঘাট, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সুনামগঞ্জ সদর এই সাইলো নির্মিত হচ্ছে। 

আজ মঙ্গলবার (৮ জুন) ২০২০-২১ অর্থবছরের ২৬তম একনেক সভায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে আধুনিক ধানের সাইলো নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। জানুয়ারি ২০২১ থেকে জুন ২০২৩ মেয়াদকালের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি ২২ লাখ টাকা।

প্রকল্প অনুযায়ী সিলেট ছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদি, টাঙ্গাইলের মির্জাপুর ও সদর, ফরিদপুর সদর, ময়মনসিংহের হালুয়াঘাট, জামালপুরের মেলান্দহ, শেরপুরের শ্রীবর্দী, ব্রাহ্মণবাড়িয়া সদর, নোয়াখালী সদর, কুমিল্লা সদর, দিনাজপুর সদর ও বিরল, ঠাকুরগাঁও সদর, পঞ্চগড়ের বোদা, লালমনিরহাটের হাতিবান্দা, নওগাঁর শিবপুর, রানীনগর, পাবনার ঈশ্বরদী, বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম, জয়পুরহাটের ক্ষেতলাল,  নড়াইল সদর, কুষ্টিয়ার কুমারখালি, পটুয়াখালী সদর ও কলাপাড়া, ভোলার চরফ্যাশনে সাইলো নির্মাণ হবে।

আরসি-১৪