গোয়াইনঘাট প্রতিনিধি
জুন ০৮, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় আবারও সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ।
এছাড়াও জেলার শ্রেষ্ঠ সার্কেল হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, এসআইদের মধ্যে দ্বিতীয় হয়েছেন এসআই মাসুম আলম এবং বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়া। অর্থাৎ গোয়াইনঘাটের চার পুলিশ কর্মকর্তা পুরস্কৃত হলেন।
গতকাল সোমবার (৭ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেড কোয়ার্টার প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তাদের এ পুরস্কার দেওয়া হয়।
দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় পর্যালোচনায় আবারও টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।
জানা যায়, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য তাদের মনোনীত করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, এই প্রথম অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় পর্যালোচনায় আবারও টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। এই অর্জনের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকীসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। টিম গোয়াইনঘাটের সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ উর্ধ্বতন সকল কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
উল্লেখ্য, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ এ নিয়ে ৮ম বারের মতো সিলেটের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।
এমএম/আরআর-০৪