সিলেট মিরর ডেস্ক
জুন ০৯, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল সিলেটে-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মঙ্গলবার (৮ জুন) দলীয় নির্দেশনা মোতাবেক সরকারের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট মহানগরের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার কর।
উল্লেখ্য, শমশের জামাল সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হকের জ্যেষ্ঠ ছেলে।
আরসি-১৫