সিলেটে করোনার নাইজেরিয়ান ধরন শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


জুন ০৯, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন



সিলেটে করোনার নাইজেরিয়ান ধরন শনাক্ত

সিলেটের এক বাসিন্দার শরীর করোনার নাইজেরিয়ান ধরন পাওয়া গেছে৷ মঙ্গলবার (৮ জুন) করোনাভাইরাস বিষয়ক তথ্যভান্ডার জার্মানির  জিসএআইডি’র ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

নতুন করে পাওয়া করোনার ইটা ধরনটির গবেষণায় এই দুই ব্যক্তির নমুনা বিশ্লেষণ করেছে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের পাঁচটি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো, যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার যুক্তরাজ্যের ধরনকে আলফা, ব্রাজিলের ধরনকে গামা, ভারতীয় ধরনকে ডেল্টা,দক্ষিণ আফ্রিকার ধরনকে বিটা এবং নাইজেরিয়ারধরনকে ইটা বলে নামকরণ করেছে।

করোনাভাইরাসের ইটা ধরনের নাম বি.১.৫২৫, যা নাইজেরিয়ার ধরন বলে পরিচিত।

এনএইচ/আরসি-০৪