নবান্ন ও নূরীসহ তিন রেস্টুরেন্টকে মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন



নবান্ন ও নূরীসহ তিন রেস্টুরেন্টকে মামলা ও জরিমানা
সিসিকের ভ্রাম্যমাণ আদালত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে সিলেট নগরে ভোক্তা অধিকার আইনে ৩ রেস্টুরেন্টের বিরোদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রেস্টুরেন্ট তিনটি হলো নগরের কোর্টপয়েন্টের নুরজাহান রেস্টুরেন্ট, তালতলার নবান্ন রেস্তোরা এবং লামাবাজারের নুরী রেস্টুরেন্টের।

বুধবার (৯ জুন) নগরের কোর্টপয়েন্ট, তালতলা এবং লামাবাজার এলাকায় সিলেট সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করায় ভোক্তা অধিকার আইনে নগরের কোর্টপয়েন্টের নুরজাহান রেস্টুরেন্ট, তালতলার নবান্ন রেস্তোরা এবং লামাবাজারের নুরী রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করেন। 

ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।  

বিএ-০২