গোলাপগঞ্জে ৬৫ কোটি টাকার ৪৩টি প্রকল্পের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৯, ২০২১
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
০৫:৫১ অপরাহ্ন



গোলাপগঞ্জে ৬৫ কোটি টাকার ৪৩টি প্রকল্পের উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জে ৬৫ কোটি ৪ লাখ টাকার ৪৩টি প্রকল্পের উন্নয়ন ও কাজের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বুধবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম থেকে এসব প্রকল্পের উন্নয়ন ও কাজের উদ্বোধন করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখতেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়ন হতে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের এক রোল মডেল। এই অগ্রগতি অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মহামারী করোনা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।

প্রকল্পগুলোর মধ্যে আছে- ২০ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ২৩ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রসস্তকরণ, ৯ কোটি ৩২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে সড়ক মেরামত, ১২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ৪ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে পরগনাবাজারসহ অন্যান্য উন্নয়ন কাজ, ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ফুববাড়ী আজিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন, ৭৫ লাখ টাকা ব্যয়ে শাহজালাল আদর্শ উচ্চবিদ্যালয়ের একতলা ভবনের উদ্বোধন, ৮ কোটি টাকা ব্যয়ে বাঘা বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ১ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সেচ ইউনিট কাম ফার্মাস ট্রেনিং সেন্টার উদ্বোধন, ১২ লাখ ৫৯ টাকা ব্যয়ে চৌধুরী বাজার ক্লাব পয়েন্টে খালের উপর সেতু নির্মাণ, ১৭ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে চক দৌলতপুর ছোট কুড়ার উপর সেতু নির্মাণ, ২৪ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে পূর্ব ঘোষগাঁও বসুন্ডা খালের উপর সেতু নির্মাণ এবং ৫৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে কান্দিগাঁওয়ে নুর উদ্দিনের বাড়ির সামনে থেকে পূর্বগাঁও মাঝের মহল্লা মসজিদ পর্যন্ত ইট সলিং উন্নয়ন।

এর পূর্বে নুরুল ইসলাম নাহিদ ফুলবাড়ী আজিরিয়া সিনিয়র (ডিগ্রি) মাদরাসা ও পরে ঢাকাদক্ষিণে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সেচ ইউনিট কাম ফার্মাস ট্রেনিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন। পরে প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন সাংসদ নাহিদ।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৗশলী নজরুল হাকিম, পল্লী বিদ্যুতের সিলেট জোনের জিএম এস এম হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহেদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, রোকন উদ্দিন, জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলওয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুল উর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, এম জেড আলম, সদস্য মাহতাব উদ্দিন জেবুল, ক্বারী তোফায়েল আহমেদ জিলু, আজমল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য ফারহান মাসউদ আফছর, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, শেখ কামরুজ্জামান, জয়নাল আবেদনী খান, সেলিম আহমদ, যুগ্ম-সম্পাদক ফরহাদ মোহাম্মদ রুবেন, দপ্তর সম্পদ আবুল কাশেম লিপু, কৃষি বিষয়ক সম্পাদক আবু জাহিদ চৌধুরী , মাজেদ শরিফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ খান সোহাগ, আমিরুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।


এফএম/আরআর-১০