এবার পাবিপ্রবিতে রাতে পরীক্ষা!

সিলেট মিরর ডেস্ক


জুন ১৩, ২০২১
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০৮:০৫ অপরাহ্ন



এবার পাবিপ্রবিতে রাতে পরীক্ষা!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ক্লাস নেওয়ার সমালোচনার মধ্যেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। যা নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বলছে, সূচিতে রাতের সময় উল্লেখ করা হয়েছে ‘ভুলক্রমে’। বিষয়টি সংশোধন করে নেওয়া হবে।

নোটিশ সূত্রে জানা গেছে, শনিবার পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে একটি নোটিশ দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ওই বিভাগের ২০১৫-২০১৬ সেশনের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সেখানে উল্লেখ করা হয়- ২৩ জুন কোর্স নম্বর ইইই-৪১২১, ২৮ জুন ইইই-৪১৩৫, ৩ জুলাই ইইই-৪১০৯, ৭ জুলাই ইইই-৪১০১ এবং ১৩ জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা রুটিন অনুযায়ী রাত সাড়ে ১০টায় শুরু হবে এবং শেষ হবে দেড়টায়।

এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান দীলিপ কুমার সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

বি এন-০৫