সিলেট মিরর ডেস্ক
জুন ১৪, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
আজ সোমবার (১৪ জুন) সকাল ১১টায় সাভার মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
তিনি বলেন, পরীমনি নিজে বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন (মামলা নম্বর ৩৮)। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।
আরসি-০৬