‘পরীমনি মৃত্যু পথযাত্রী'

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২১
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
০৫:১৩ অপরাহ্ন



‘পরীমনি মৃত্যু পথযাত্রী'

অভিনেত্রী পরীমনি মৃত্যু পথযাত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।

সোমবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

হারুন অর রশীদ বলেন, ‘আজকে দেখলাম, পরীমনি। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সে মৃত্যু পথযাত্রী। তাকে ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কয়েকদিন আগে দেখলাম মুনিয়া। যাকে গুলশানে…। তার সাথে যারা জড়িত…। আইন কি নেই মাননীয় স্পিকার? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে। আজকে অন্য কেউ হলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হতো। তারা নিঃসন্দেহে মাফিয়া মাননীয় স্পিকার।’

‘তাই যে আইন প্রণয়ন করেছেন মাননীয় স্পিকার। সেটা সঠিকভাবে প্রয়োগ করার নীতিগত সিদ্ধান্ত নিন, যে আমরা জনস্বার্থে আইন প্রয়োগ করবো।’

আরসি-০৭