পরীক্ষা না হলে এসএসসি-এইচএসসি’র বিকল্প মূল্যায়ন

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২১
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন



পরীক্ষা না হলে এসএসসি-এইচএসসি’র বিকল্প মূল্যায়ন

করোনাভাইরাসের কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে না পারলে বিকল্প কী মূল্যায়ন হতে পারে, সেসব নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে মঙ্গলবার কেরানীগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠান বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা চেষ্টা করে যাবেন। এ জন্য আরও কিছুদিন দেখতে হবে। যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে।

তিনি বলেন, পরিস্থিতি (করোনা পরিস্থিতি) কী কী হতে পারে, তা চিন্তা করা হচ্ছে। আসলে এখানে কারও হাত নেই। সব রকম পরিস্থিতি চিন্তা করেই কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে, তা নিয়ে কাজ করা হচ্ছে। এখন সেগুলো চূড়ান্ত করার কাজ চলছে।

দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের বলবো- তারা যেন পড়াশোনা থেকে দূরে সরে না যায়। পরীক্ষা না হলেও পরবর্তী ক্লাসের পড়াশোনা বোঝার জন্য পড়াশোনা করতে হবে।’

বিকল্পের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অনেক রকম চিন্তা আছে। কিন্তু পরীক্ষা হবে কিনা, তা এ মুহূর্তে বলে দেওয়া যাবে না। তবে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।’

গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

বি এন-০২