নাসির ও অমিকে মাদক মামলায় ৭ দিন করে রিমান্ড

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২১
০৯:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০৯:২৭ অপরাহ্ন



নাসির ও অমিকে মাদক মামলায় ৭ দিন করে রিমান্ড

চিত্রনায়িকা পরীমনীকে নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক আইনের মামলায় সাত দিন রিমান্ড দিয়েছে আদালত।  

এ ছাড়া বিমানবন্দর থানার এ মামলায় গ্রেপ্তার তিন নারী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকেও তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

গোয়েন্দা পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মঙ্গলবার এ আদেশ দেন।

অপর দিকে, সাভার মডেল থানায় পরীমনীর মামলায় প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। 

মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। 

এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি অভিজাত ফ্ল্যাট থেকে তিন তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তিন নারীকে গ্রেপ্তার ও বিদেশি মদ, বিয়ার ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনেও মামলা করা হয়। 

এ দিকে ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠায় নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম নামে তিন সদস্যকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

বি  এন-১১