জি আই‘র স্বীকৃতি পেলো বাংলাদেশের আরও ছয়টি পণ্য

সিলেট মিরর ডেস্ক


জুন ১৯, ২০২১
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
০৬:০৮ অপরাহ্ন



জি আই‘র স্বীকৃতি পেলো বাংলাদেশের আরও ছয়টি পণ্য

বাংলাদেশে নতুন করে আরও ছয়টি পণ্য ভৌগলিক নির্দেশক (জিআই) হিসেবে নিবন্ধিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট জিআই পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯টিতে। খবর বিবিসি বাংলার।

নতুন নিবন্ধিত জিআই পণ্যগুলো হল, ঢাকাই মসলিন, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, খিরসাপাতি আম, দিনাজপুরের কাটারীভোগ চাল, কালিজিরা চাল এবং নেত্রকোনার সাদামাটি।

এই পণ্যগুলো এখন থেকে বাংলাদেশের নিজস্ব পণ্য হিসাবে বিশ্বে স্বীকৃত হবে।

কোনো একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ পণ্যটি শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন সম্ভব নয়।

কোন পণ্য জি-আই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। এই পণ্যগুলোর আলাদা কদর থাকে।

বাংলাদেশে প্রথম বারের মতো ২০১৬ সালে জি-আই পণ্য হিসাবে জামদানি স্বীকৃতি পায়।

আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ (ডিপিডিটি) এ সংক্রান্ত সনদ দিয়ে থাকে।

ডিপিডিটি'র ভৌগলিক নির্দেশক পণ্যের জার্নাল থেকে বাংলাদেশের এই ৯টি জি-আই পণ্যের বিস্তারিত তথ্য পাওয়া যায়।

বি এন-০৪