জুলাইয়ে আসতে পারে চীনের টিকা

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন



জুলাইয়ে আসতে পারে চীনের টিকা

আগামী জুলাই মাসে চীন আর অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান। 

পররাষ্ট্রসচিব বলেন, আমরা আশা করছি, জুলাই মাসে চীন থেকে টিকা আসবে। সিনোফার্মের টিকার জন্য জুলাই মাসে চুক্তি সই হতে পারে।

এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন জানান, আগামী অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে। রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান সচিব।

এদিকে, মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার থেকে দেওয়া হবে ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনা টিকা। ঢাকার ৩টি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক মানুষকে এ টিকা দেওয়া হবে।

আরসি-০৪