ছাতকসহ দেশের ২০৪ ইউপিতে নির্বাচন চলছে

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২১
০৪:১০ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৪:১০ অপরাহ্ন



ছাতকসহ দেশের ২০৪ ইউপিতে নির্বাচন চলছে

মহামারি করোনা ও বর্ষা মৌসুমে নির্বাচন আয়োজন নিয়ে নানা আলোচনার মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন ইউনিয়নসহ সারাদেশের ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলছে। একইসঙ্গে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রথম ধাপে মাত্র ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চলছে। বাকি ১৮৪টিতে ভোটগ্রহণ চলছে প্রথাগত ব্যালট পদ্ধতিতে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং হিসেবে কাজ করছেন।

নির্বাচনে মোবাইল পুলিশের সদস্য রয়েছেন ২০৪ জন, স্ট্রাইকিং পুলিশ ৭৪ জন। র‌্যাবের ১২৪টি টিম, বিজিবি ১২৩টি প্লাটুনসহ মোট ৫০৮৮টি ফোর্স মোতায়েন রয়েছে।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১২ হাজার ২০৭ জন। আর পোলিং অফিসারের সংখ্যা ২০ হাজার ৫২০ জন।

আরসি-০৬