বয়স্ক ভাতা তুলতে গিয়ে মাইক্রোচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন



বয়স্ক ভাতা তুলতে গিয়ে মাইক্রোচাপায় প্রাণ গেল বৃদ্ধের

বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে মাইক্রোবাস চাপায় ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মোল্লার বাড়ি ওই উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে। তিনি বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশে যাচ্ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাটিয়াপাড়া থেকে চালকসহ মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরসি-০৯