সিলেট মিরর ডেস্ক
জুন ২৭, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের যেসব শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।
ঢামেকের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে রবিবার জানানো হয়েছে।
গবেষণার নেতৃত্বে থাকা ঢামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম সামসুজ্জামান জানান, ঢামেকের মাইক্রোবায়োলজি বিভাগ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এমন ৩০৮ জনের ওপর পাঁচ মাস ধরে এই গবেষণাটি চালিয়েছে।
তিনি বলেন, ‘টিকার প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর নমুনা সংগ্রহ করা হয়। সে সময় ৪১ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়। দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সে সময় টিকা গ্রহীতাদের ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।’
গবেষণায় অংশগ্রহণকারীদের সবার বয়স ৩০ বছরের ঊর্ধ্বে। এর মধ্যে ৮০ শতাংশের বয়সই ৫০ বছরের বেশি।
অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তা কতদিন শরীরে থাকবে- এমন প্রশ্নে অধ্যাপক ডা. সামসুজ্জামান বলেন, ‘অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তা ছয় মাস পর্যন্ত থাকতে পারে। তবে, এ নিয়ে এখনো বিজ্ঞানীদের হাতে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।’
এই গবেষণার ফলাফল পুরো সমাজের চিত্র কিনা- এই প্রশ্নের জবাবে ঢামেকের অধ্যক্ষ ডা. মো. টিটু মিয়া বলেন, ‘এটা পুরো দেশের চিত্র বহন করে না। কারণ, এই গবেষণা করা হয়েছে একটি বিশেষ শ্রেণির ওপর।’
‘তবে, ৩০৮ জনের এই স্যাম্পল সাইজ কিন্তু একেবারে কম না। এটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি’ যোগ করেন তিনি।
ঢামেক অধ্যক্ষ বলেন, পুরোপুরি নিশ্চিত হতে হলে আরও বড় পরিসরে গবেষণা করার প্রয়োজন আছে।
বি এন-০৩