সিলেট মিরর ডেস্ক
জুন ৩০, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন
গত দুই মাসে করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করে ৮০ শতাংশে দেহে ‘ডেল্টা ভেরিয়েন্ট’ পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ জুন) গবেষণার ওই প্রতিবেদন প্রকাশ করে আইইডিসিআর।
এ বিষয়ে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বলেন, মে ও জুন মাসে জিনোম সিকোয়েন্সিং করে ৮০ শতাংশের মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ থেকে ১২ শতাংশের সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট দেখা গেছে।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার এই ধরনটির নাম দিয়েছে ‘ডেল্টা ভেরিয়েন্ট’। ভারতে প্রথম করোনার এই ধরনটি শনাক্ত হয় গত বছরের অক্টোবরে। এটি দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে।
বিএ-০১