সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
‘সর্বাত্মক লকডাউন’ চলাকালীন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অত্যাবশ্যকীয় কার্যক্রম সমন্বয় এবং এ সংক্রান্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে এই মন্ত্রণালয়ের কল্যাণ শাখাকে কন্ট্রোল রুম খোলা হলো। কন্ট্রোল রুমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, কল্যাণ শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল করিম প্রতিদিনের দায়িত্বের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে অবহিত করবেন। জরুরি কোনো প্রয়োজন হলে তিনি যুগ্ম সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে অবহিত করবেন। প্রশাসন-৪ শাখা থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
মোট ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে কন্ট্রোল রুমের দায়িত্বে দেওয়া হয়েছে।
বি এন-০৭