এমফিল-পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৬, ২০২১
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৮:২০ অপরাহ্ন



এমফিল-পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৮ জুলাই থেকে। এ প্রক্রিয়া চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

ভর্তির যোগ্যতা (এমফিল)

১. সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ /দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

২. অথবা স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে৷ আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।


ভর্তির যোগ্যতা (পিএইচডি)

১. এমফিল/ সমমানের ডিগ্রিধারী হতে হবে।

২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে, যাদের শিক্ষা জীবনে ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণী ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ২টি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষা জীবনে ২টি প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে।

৪. আর্টস/সোশ্যাল সায়েন্স/বিজনেস স্টাডিজ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ২ জন লেখক গ্রহণযোগ্য, তবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে। ন্যাচারাল সায়েন্স/লাইফ এন্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন লেখক গ্রহণযোগ্য, তবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে।

কোর্সের মেয়াদ

এমফিল কোর্সের মেয়াদ একবছরের কোর্স ওর্য়াকসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর।

বি এন-০৮