রামেকের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ২৪ মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১০, ২০২১
০৫:৩৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ১০, ২০২১
০৫:৩৪ অপরাহ্ন



রামেকের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ২৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।

এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। ১৪ জনের মধ্যে রাজশাহীর ৭জন, নাটোরের ৪ জন, পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে আছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন।

বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫২২ জন।

বি এন-০৩