সিলেট মিরর ডেস্ক
জুলাই ১০, ২০২১
০৭:২২ অপরাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২১
০৭:৫০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার হাসেম ফুডস অ্যান্ড বেভারেজে (সেজান জুসের কারখানা) অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক আবুল হাসেম ও তার ছেলে সজিবসহ ৮ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এদিকে পুলিশ বাদি হয়ে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ কথা জানান।
সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনের ঘটনায় চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার তাদের আটক করা হয়।
রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।
বি এন-০৬